×

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের আবেদন শুরু ২৬ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১২:৪৪ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের এমএ/এমএসএস/এমবিএ/এমএসসি/এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।

পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে (www.nubd.info/mf) পাওয়া যাবে।

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দুপুর একটার বদলে দেড়টায় শুরু হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে পরীক্ষাসমূহ বেলা একটার বদলে একটা ৩০ মিনিটে শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App