×

আন্তর্জাতিক

অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর: গবেষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৮:১৪ পিএম

অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর: গবেষণা

প্রতীকী ছবি

ওমিক্রন নিয়ে এত এত আশঙ্কা আর আতঙ্কের মধ্যেও যুক্তরাজ্যের গবেষকরা শুনিয়েছেন আশার বাণী। আর সেটি হলো ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর অ্যাস্ট্রাজেনেকার টিকা। একই সঙ্গে তারা জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ডেল্টার তুলনায় অনেক কম। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি।

অ্যাস্ট্রাজেনেকা জানায়, করোনায় আক্রান্ত হয়ে প্রাকৃতিকভাবে সেরে ওঠা ব্যক্তিদের শরীরে যতখানি অ্যান্টিবডি তৈরি হয়, বুস্টার ডোজ নেওয়ার পর তার চেয়ে দ্বিগুণ অ্যান্টিবডি দেখা যায় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। খবর রয়টার্স ও এনডিটিভির।

বিশ্বব্যাপী ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে আবারও বিভিন্ন দেশে করোনা সংক্রমণ ব্যাপক রূপ নিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপের দেশগুলোর। বড়দিনের উৎসবকে ঘিরে তাই সৃষ্টি নানান আশঙ্কা। অনেকে মনে করছেন বড়দিন পার হলে করোনার বড় ধাক্কা আসতে পারে। তাই ভয়, আতঙ্ক ও উত্তেজনায় এরই মধ্যে অনেক দেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে টিকাকরণ জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App