×

আন্তর্জাতিক

স্কুলের পাঠ্যবইয়ে ঘাটতির কারণে গ্রেপ্তার লিবিয়ার শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ০৭:৫৩ পিএম

স্কুলের পাঠ্যবইয়ে ঘাটতির কারণে গ্রেপ্তার লিবিয়ার শিক্ষামন্ত্রী

লিবিয়ার শিক্ষামন্ত্রী মৌসা আল-মেগারিফ

স্কুলের পাঠ্যবইয়ের ঘাটতি থাকায় লিবিয়ার শিক্ষামন্ত্রী মৌসা আল-মেগারিফকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে তদন্তের এক পর্যায়ে হিসেবে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। খবরটি নিশ্চিত করেছে লিবিয়ার প্রসিকিউশন সার্ভিস।

এক বিবৃতিতে বলা হয়, দায়িত্বে অবহেলার বিষয়ে তদন্ত চালানোর জন্য মৌসা আল-মেগারিফকে আটক রাখা হয়েছে। পাবলিক প্রসিকিউশন বই ছাপানোর চুক্তিগত প্রক্রিয়া এবং বইয়ের ঘাটতির কারণ জানতে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আরও অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে পরিকল্পনা মন্ত্রীও রয়েছেন।

লিবিয়ার একনায়কতান্ত্রিক সরকারপ্রধান মুয়াম্মার গাদ্দাফির সময় থেকেই দেশটির কর্তৃপক্ষ সেপ্টেম্বরে স্কুল বর্ষের শুরুতে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App