×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণের ৭৩ শতাংশই ওমিক্রন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১২:১০ পিএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত বাড়ছে যুক্তরাষ্ট্রে। সোমবার (২১ ডিসেম্বর) সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি এসব তথ্য প্রকাশ করে।

সিডিসির প্রকাশিত তথ্যে দেখা যায়, সেখানে গত এক সপ্তাহে কোভিডে আক্রান্তদের ৭৩.২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। আর ২৬.৬ শতাংশ সংক্রমিত হয়েছেন ডেল্টায়, করোনাভাইরাসের যে ধরনটি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছিল।

এর আগের সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৮৭ শতাংশ সংক্রমিত হয়েছিলেন ডেল্টায়, আর ১২.৬ শতাংশ ওমিক্রনে।

ডিসেম্বরের শুরুতে মোট আক্রান্তদের মধ্যে ওমিক্রনের সংক্রমণের শিকার ছিলেন ১ শতাংশেরও কম। দেশটির কিছু এলাকায় ওমিক্রন এখন অনেক বেশি আধিপত্য বিস্তার করেছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বের অনেক এলাকায় ৯৫ শতাংশ কোভিড সংক্রমণের পেছনেই রয়েছে ওমিক্রন।

নিউ ইয়র্ক সিটিতে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত এক সপ্তাহে ৬০ শতাংশ বেড়েছে। কোভিড পরীক্ষার কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। টেক্সাসের হ্যারিস কাউন্টিতে পঞ্চাশোর্ধ্ব এক কোভিড রোগীর মৃত্যু হয়েছে, যিনি ওমিক্রনে সংক্রমিত হয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App