×

খেলা

করোনায় আক্রান্ত নাদাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১১:২২ এএম

করোনায় আক্রান্ত নাদাল

রাফায়েল নাদাল

স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল করোনায় আক্রান্ত হয়েছেন। এক টুইটে তিনি নিজেই খবরটি নিশ্চিত করেন।

আশার কথা হলো, বর্তমানে তিনি সুস্থ হয়েছেন। কিন্তু করোনার কারণে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে তার অংশগ্রহণ আরো বড় প্রশ্নের মুখে পড়ে গেল। খবর দ্য গার্ডিয়ান, সিএনএন ও ইএসপিএনের।

এর আগে বাম পায়ের চোট সারিয়ে চার মাস পরে কোর্টে ফেরেন নাদাল। গত সপ্তাহে আবুধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টেনিসে খেলেছেন। সেখান থেকে স্পেনে ফেরার পর তার যে পিসিআর পরীক্ষা হয়েছে, তার ফল পজিটিভ আসে। আর এক সপ্তাহের মধ্যে বিশেষ বিমানে অন্যদের সঙ্গে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা আছে।

আবুধাবির টুর্নামেন্টে অ্যান্ডি মারে ও ডেনিস শাপোভালভের কাছে নাদাল হেরে যান। তারপরেই তিনি জানান, বছরের প্রথম গ্র্যান্ড স্লামে তার খেলা অনিশ্চিত। এ বছর ফরাসি ওপেনের সেমিফাইনালে তিনি হেরে যান। এরপর উইম্বলডন, অলিম্পিক ও ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App