×

জাতীয়

ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০১:৪৪ পিএম

দেশে ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। বিশ্বের ৯০টি দেশে করোনার নতুন এ ধরন ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। আজ সোমবার যুক্তরাষ্ট্রে এতে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় দেশে ওমিক্রন বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ওমিক্রন বাড়তে থাকা সত্ত্বেও মানুষ মাস্ক পরছে না এবং স্বাস্থ্যবিধিও মানছে না। সে কারণে ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার।

সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাহিদ মালেক।

করোনা টিকার সফলতা ও মহামারি মোকাবিলার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফলতার উদাহরণ হয়েছে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে। সংক্রমণ কমে গেছে। এটি ধরে রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে সাত কোটি, যা পেয়েছে ৬০ ভাগ মানুষ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাড়ে চার কোটি, শতকরা হিসাবে তা ৩০ ভাগ।

তিনি বলেন, ‌সরকারের টার্গেট ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া। এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩০ ভাগ মানুষকে।

আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীও মালদ্বীপ সফরে যাবেন। বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ। এই সফরে দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App