প্রাণনাশের চেয়ে অনুষ্ঠান বাতিল করা ভালো: ডব্লিউএইচও

আগের সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ছে টটেনহ্যাম

পরের সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে দীপিকার ছবি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১ , ১২:২৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২১, ২০২১ , ১২:২৬ অপরাহ্ণ

অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয়কুমার আগেই পথ দেখিয়েছেন। তালিকায় এবার যুক্ত হল দীপিকা পাড়ুকোনের নাম।

ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’, যে সিনেমায় মুখ্য চরিত্রে দীপিকা, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডে। ওটিটি রিলিজের ঘোষণার পাশাপাশি, সিনেমার নামও প্রকাশ্যে আনা হল সোমবার। খবর আনন্দবাজার পত্রিকার।

বিদ্যা বালন এবং তাপসী পান্নু- গত দেড় বছরে এই দুই অভিনেত্রীর একাধিক ওটিটি রিলিজ হয়েছে। তবে স্টারভ্যালুর দিক থেকে দীপিকা এই দুই অভিনেত্রীর চেয়ে এগিয়ে। দীপিকার শেষ হল রিলিজ ‘ছপাক’ বক্স অফিসে চলেনি। নতুন সিনেমার ট্রেলার দেখে মনে হচ্ছে, সিনেমার বিষয় সংবেদনশীল। পরিবর্তিত পরিস্থিতিতে বক্স অফিসের অঙ্কের চেয়ে ওটিটির ভিউয়ারশিপের উপরেই আস্থা রাখছেন প্রথম সারির প্রযোজকেরা। এই ছবির যৌথ প্রযোজনায় ধর্মা প্রোডাকশনস এবং ভায়াকম।

‘কপূর অ্যান্ড সনস’ খ্যাত পরিচালক শকুন বাণিজ্যিক মোড়কে স্পর্শকাতর গল্প বলতে পারেন। এই সিনেমার ট্রেলারে ফুটে উঠেছে, আধুনিক সম্পর্কের চাপানউতোর। প্রেম ও যৌনতার জটিল সমীকরণে ঘুরপাক খায় তিন মুখ্য চরিত্রের জীবন। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ এবং রজত কপূর। জানুয়ারির শেষে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়