×

জাতীয়

সংবিধান মেনে ইসি পুনর্গঠন চায় জাপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৬:৩২ পিএম

সংবিধান মেনে ইসি পুনর্গঠন চায় জাপা

সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সংলাপে জাপা চেয়ারম্যান জিএম কাদের। ছবি: বঙ্গভবন

সংবিধান মেনে ইসি পুনর্গঠন চায় জাপা

সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সংলাপে জাপা চেয়ারম্যান জিএম কাদের। ছবি: বঙ্গভবন

সংবিধানের আলোকে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের পরামর্শ দিয়েছে জাতীয় পার্টি। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষে এ কথা জানান দলের চেয়ারম্যান জিএম কাদের। ইসি সার্চ কমিটির জন্য চারজন এবং নির্বাচন কমিশনারের জন্য একজনের নামের প্রস্তাব করেছে জাতীয় পার্টি।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জিএম কাদের সাংবাদিকদের বলেন, সংবিধানের আলোকে যেভাবে নির্বাচন কমিশন গঠনের নির্দেশনা রয়েছে সেভাবেই নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে পরামর্শ দিয়েছে জাতীয় পার্টি। বিশেষ করে সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে একজন নির্বাচন কমিশনার ও ৪ জন সদস্য নিয়ে এই কমিশন গঠন হতে পারে।

[caption id="attachment_324840" align="aligncenter" width="700"] বঙ্গভবনে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পার্টির প্রতিনিধি দল। ছবি: ভোরের কাগজ[/caption]

বিকাল চারটা থেকে শুরু হয়ে এই সংলাপ চলে পাঁচটা ৫০ নিমিট পর্যন্ত।

জিএম কাদের বলেন, তিনটি পরামর্শ দিয়েছি-সংবিধানের আলোকে, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আরও শক্তিশালী আইন করা যার উপর ভিত্তি করে পদক্ষেপ ইসি পুনর্গঠনে পদক্ষেপ নেয়া যাবে।

তিনি বলেন, একটি শক্তিশালী আইন করা প্রয়োজন যার মাধ্যমে কিভাবে যোগ্য ও অপেক্ষাকৃত গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনের করা যায়।

সময় সার্চ কমিটি গঠনের জন্য পাঁচ সদস্যের একটি তালিকা দিয়েছেন জাতীয় পার্টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App