×

সারাদেশ

দুই কর্মকর্তার অব্যাহতিতে রাজশাহী মেডিকেলে করোনা পরীক্ষা বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৩:১৭ পিএম

দুই কর্মকর্তার অব্যাহতিতে রাজশাহী মেডিকেলে করোনা পরীক্ষা বন্ধ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

গত তিন দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। ১৭ ডিসেম্বরের পর হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

জানা গেছে, গত শুক্রবার ওই হাসপাতালের দুজন কর্মকর্তা অব্যাহতি নিয়েছেন। ফলে তিন দিন থেকে হাসপাতালটির ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে।

অব্যাহতি নেওয়া দুই কর্মকর্তা হলেন- এস এম হাসান এ লতিফ ও হামিদ আহমেদ। তারা বিভাগীয় ফরেনসিক ডিএনএ ল্যাবে দায়িত্বরত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, গত নভেম্বর মাসে ল্যাব থেকে করোনার নমুনা পরীক্ষার প্রায় দুই হাজার কিট গায়েবের অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখতে মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শাহ আলমকে প্রধান করে গত ৯ নভেম্বর গঠন করা হয় একটি তদন্ত কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App