×

জাতীয়

ষষ্ঠধাপে ২১৯ ইউপিতে নির্বাচন ৩১ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ০৭:১৫ পিএম

ষষ্ঠধাপে ২১৯ ইউপিতে নির্বাচন ৩১ জানুয়ারি

শনিবার সন্ধ্যায় কমিশন বৈঠক শেষে ষষ্ঠধাপের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার। ছবি: ভোরের কাগজ

ষষ্ঠধাপে ২১৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। এ ধাপের ভোটগ্রহণ করা হবে আগামী ৩১ জানুয়ারি।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কমিশন বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার।

তার দেয়া তথ্যমতে, ষষ্ঠ ও শেষ ধাপে ২১৯ টি ইউপিতে মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ৩ জানুয়ারি, মনোনয়ন বাছাই ৬ জানুয়ারি, আপিল করা যাবে ৭-৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১৩ জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে আগামী ৩১ জানুয়ারি।

তিনি জানান, সম্ভবত এটি শেষ ধাপের ইউনিয়ন পরিষদের তফসিল। তবে দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়েকটি মামলাসহ নানা জটিলতা রয়েছে, সেগুলোতে এ দাপে তফসিল দেয়া সম্ভব হচ্ছে না। পরবর্তিতে জটিলতা কেটে গেলে সেগুলোর তফসিল ঘোষণা করা হবে।

এর আগে পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। যার তিনটি ধাপের ভোট গ্রহণ শেষ। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ এবং ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ভোট নেয়া হবে।

সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি বদ্ধপরিকর।

প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান কে এম নূরুল হুদার ইসির মেয়াদ শেষ হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App