×

খেলা

মেসির প্রথম গোল পেল সেরা পুরস্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১০:৪০ এএম

মেসির প্রথম গোল পেল সেরা পুরস্কার

লিওনেল মেসি

ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেও জীবনে ছন্দ ও গতি খুঁজে পাচ্ছিলেন না আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পিএসজিতে গিয়ে পায়ের জাদু দেখাতে খানিকটা সময়ই লেগেছিল তার জন্যে।

অবশেষে এল সে সুযোগ। গত ২৯ সেপ্টেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে পিএসজির হয়ে খাতা খোলেন মেসি। খবর আরকিস্পোর্টস ও রিপাবলিক ওয়ার্ল্ডের।

শুক্রবার (১৭ ডিসেম্বর) এ খবর জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক উয়েফা। আজই ছিল ভোট দেওয়ার শেষ সময়।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৭৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শট দিয়ে গোলটি করেছিলেন তিনি। মেসির সেই গোলটিই এবার সেরার মর্যাদা পেল।

এবারের আসরের গ্রুপ পর্বের সেরা গোল বাছাই করতে ১৩ ডিসেম্বর দশটি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল আয়োজক উয়েফা।

সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পেয়ে সেরা গোল নির্বাচিত হয়েছে ম্যান সিটির বিপক্ষে করা মেসির গোলটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ ভোট পেয়েছে লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার গোল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App