×

বিনোদন

অভিবাসী দিবসে ভার্চুয়ালি ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৮ এএম

অভিবাসী দিবসে ভার্চুয়ালি ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’

কনসার্ট ফর মাইগ্রেন্টস

অভিবাসী দিবসে ভার্চুয়ালি ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’

নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ভার্চুয়ালি ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ এর আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত এই কনসার্টের আয়োজন করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম। এখানে গান গাইবেন দেশের প্রথিতযশা ৯ সংগীতশিল্পী।

এই কনসার্টের মূল লক্ষ্য অভিবাসী এবং তাদের পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ স্থাপন করা। তথ্য ও বিনোদনের মাধ্যমে নিরাপদ অভিবাসনের তথ্য প্রচার করা। খবর ইউএনবির।

কনসার্ট ফর মাইগ্রেন্টস-এ গাইবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ, ফজলুর রহমান বাবু, শিরোনামহীন, লুইপা, আসিফ আকবর, কুদ্দুস বয়াতি, নন্দিতা, প্রীতম আহমেদ এবং মাশা ইসলাম। গানের পাশাপাশি তারা নিরাপদ অভিবাসন নিয়ে কথাও বলবেন।

ভার্চুয়াল কনসার্টটি বিদেশে কর্মরত লাখ লাখ বাংলাদেশি অভিবাসীদের গান ও তথ্যের মাধ্যমে যুক্ত করবে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে অভিবাসীরা এই আয়োজন দেখতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App