×

জাতীয়

তেঁতুলিয়ায় তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১১:৪০ এএম

কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের এই জনপদে প্রতিদিন বিকেল হতেই অনুভূত হচ্ছে শীত। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হওয়া লোকজনকে শীতের কাপড় জড়িয়ে বের হতে দেখা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে ঝরতে থাকা কুয়াশা আর গভীর রাতে আসা উত্তরের হিমেল হাওয়ায় রাতভর শীত লাগে। রাতে মানুষকে লেপ-কম্বল জড়িয়ে ঘুমাতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. রাসেল শাহবলেন, আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। সেখানকার স্থানীয় একজন জানান, রাতে ঠান্ডা পড়ছে। তবে বেলা বাড়ার সাথে ঠান্ডা কমে যায়।

আজাদ আলী নামে অপর একজন জানান, পঞ্চগড়ে দিন দিন শীত বাড়ছে। সন্ধ্যা নামতেই শীত বাড়তে থাকে। ভোর পর্যন্ত ঠান্ডা লাগে। বেলা বাড়ার সাথে শীত কমে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App