×

সারাদেশ

৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নাসির গ্লাস কারখানার আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৩:০৪ পিএম

৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নাসির গ্লাস কারখানার আগুন

আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিস কর্মীরা

মির্জাপুরে অবস্থিত নাসির গ্লাস ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ৯ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার ফিনিক্স বোর্ড ওয়ার হাউজ থেকে বুধবার রাত ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।

কারখানা সূত্র ও মির্জাপুর দমকল বাহিনীর সদস্যরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাসির গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজে ফিনিক্স বোর্ড ওয়ার হাউজের নিচের ফ্লোরে রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে টাঙ্গাইল, বাসাইল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের চেষ্টায় বৃহস্পতিবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নাসির গ্লাস কারখানার এজিএম জয়নাল আবেদীন আহমেদ জানান, দমকল বাহিনীর ১৩টি ইউনিট কাজ করার পর সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুপুর ১২টা পর্যন্ত পুরো ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মির্জাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. বেলায়েত জানান, কোথা থেকে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। কারখানায় অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App