×

আন্তর্জাতিক

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১১:৪৪ এএম

মুক্তিযুদ্ধে জয়লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দুই দেশের বীর যোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন করে বন্ধুত্ব দৃঢ় করার বার্তা দেন মোদি। আজ এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী লেখেন,  ‘৫০তম বিজয় দিবস উপলক্ষে আমি মুক্তিযোদ্ধা, ভারতীয় সশস্ত্র বাহিনীর যোদ্ধা, বীরাঙ্গনা এবং সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করতে চাই। একসঙ্গে, আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের পরাজিত করেছি। ঢাকায় ভারতীয় রাষ্ট্রপতির উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।’

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিরাট সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ঢাকার রমনা ময়দানে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী। সেই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয়। বিজয় দিবসের ৫০তম বর্ষে ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। সেই আমন্ত্রণ রক্ষা করে তিনদিনের সফরে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বুধবারই ঢাকা আসেন ভারতের রাষ্ট্রপতি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App