ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি

আগের সংবাদ

র‌্যাবের উপর নিষেধাজ্ঞার তদন্ত চায় বিএনপি: ফখরুল

পরের সংবাদ

কলকাতার নতুন ‍সিনেমায় জয়া আহসান

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ , ১:০৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২১ , ১:০৬ অপরাহ্ণ

কলকাতায় নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। সিনেমায় তিনি অভিনয় করবেন বিপ্লবী চরিত্রে।

সিনেমাটি পরিচালক সৌকর্য ঘোষাল। এর আগে এই পরিচালকের ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ সিনেমায়ও অভিনয় করেন জয়া আহসান।

এ সিনেমায় জয়া ছাড়া আরও অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়সহ অন্যরা। আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় শুরু হবে এর শুটিং।

‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ সিনেমায় অভিনয়ের বিষয়ে জয়া আহসান বলেন, ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ বঙ্গভঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সিনেমা। সিনেমার চিত্রনাট্য, কস্টিউম থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়