×

রাজধানী

ঢাবি ছাত্রীকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১১:০৭ পিএম

ঢাবি ছাত্রীকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামী আটক

ইলমা চৌধুরী মেঘলা

ঢাবি ছাত্রীকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামী আটক

মৃতদেহের গলায় সহ শরীরের অনেক জায়গায় পুরাতন ও নতুন নীলা ফোলা জখমের চিহ্ন রয়েছে

ঢাবি ছাত্রীকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজধানীর বনানী ২ নম্বর রোডের একটি বাসা থেকে ইলমা চৌধুরী মেঘলা (২৬) নামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাবির নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। এ ঘটনায় ইলমার স্বামী ইফতেখারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গুলশান ইউনাইটেড হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃত ইলমার খালু ইকবাল হোসেন জানান, ইলমা ঢাকার ধামরাই উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। বর্তমানে কানাডা প্রবাসী স্বামী ইফতেখারকে নিয়ে বনানীর বাসায় থাকতেন তিনি। ইলমা ঢাবি নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। [caption id="attachment_323984" align="aligncenter" width="700"] ইলমার শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন[/caption] তিনি আরও জানান, গত ৬ মাস আগে কানাডা প্রবাসী ইফতেখারের সঙ্গে বিয়ে হয় তার। গত ৫ দিন আগে কানাডা থেকে ঢাকার বাসায় আসেন তারা। ইকবাল অভিযোগ করে বলেন, আমার ভাগ্নিকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে। আমরা এর বিচার দাবি করছি। ইলমার শরীরে আমরা অনেক আঘাত দেখতে পেয়েছি। গলায়ও আঘাত দেখেছি। ইলমা আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। [caption id="attachment_323987" align="aligncenter" width="700"] স্বামী ইফতেখারের সঙ্গে ইলমা[/caption] বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, সন্ধ্যার দিকে সংবাদ পেয়ে ইউনাইটেড হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহের গলায়সহ শরীরের অনেক জায়গায় পুরাতন ও নতুন নীল রঙের ফোলা জখমের চিহ্ন রয়েছে। ওসি আরও জানান, ইলমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App