×

পুরনো খবর

বুদ্ধিজীবীদের স্মরণে জাবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১০:২৭ পিএম

বুদ্ধিজীবীদের স্মরণে জাবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

মঙ্গলবার রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। ছবি: ভোরের কাগজ

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় শাখা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, 'বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে বুদ্ধিজীবী হত্যা চালানো হয়েছিল। তাদের দোসররা আজও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে হলে সকল অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে।'

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিলাদ্রী শেখর মজুমদার, মাহবুবুল হক রাফা, আখতারুজ্জামান সোহেল, আকলিমা আক্তার এশা, আরিফুল আলম, রতন বিশ্বাস, আরিফ আহমেদ, আলম শেখ, আব্দুর রহমান ইফতি, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আলম শেখ, রাকিবুল হাসান শাওন, আসাদুজ্জামান আসাদ, মাহফুজ, মো. সাইফুল্লাহ ও বিভিন্ন হল শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App