×

জাতীয়

জাপানি দুই শিশু কার কাছে থাকবে জানা যাবে ১৫ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৪:০৬ পিএম

আপিল বিভাগের আদেশ সত্ত্বেও দুই শিশুকে মায়ের কাছে না দেয়ায় বাবা ইমরান শরীফ আদালত অবমাননা করেছেন বলে জানিয়েছেন আদালত। একইসঙ্গে আজই দুই শিশুকে মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

আজ বেলা ১১টার দিকে দুই শিশুকে নিয়ে আপিল বিভাগে আছেন ইমরান শরীফ।

এর আগে, সকালে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দেন আদালত।

দুই শিশুকে রবিবার রাত ১০টার মধ্যে মায়ের কাছে দেয়ার কথা থাকলেও দেননি শরীফ। এ জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রবিবারই আদালতকে জানন এরিকোর আইনজীবী।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার সকালে দুই দিনের জন্য দুই শিশুকে মায়ের কাছে দেয়ার নির্দেশ দেন। আদালত বলেন, ‘দুই দিন শিশুরা মায়ের কাছে থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App