×

জাতীয়

মেট্রোরেলের সীমানা বাড়ছে, আজ চলবে আগারগাঁও পর্যন্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৮:৪৬ এএম

প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করতে যাচ্ছে মেট্রো ট্রেন। রবিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় যাত্রা শুরু করবে ট্রেনটি। তবে এতে কোনো যাত্রী থাকবে না।

সাড়ে তিন মাস আগে টেস্ট রান শুরু হলেও এতদিন ট্রেন চলাচল দিয়াবাড়ি থেকে কাছাকাছি চার-পাঁচটি স্টেশনে সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই সংখ্যা বেড়ে ৯- এ পৌঁছাতে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার মেট্রোরেল প্রকল্পের পরিচালক এ এম এন সিদ্দিক বলেন, ২০২২ এর ডিসেম্বর নাগাদ আগারগাঁও পর্যন্ত এবং ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু করবে।

তিনি আরও বলেন, আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজের এখন পর্যন্ত ৭৫ শতাংশ কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তত্ত্বাবধানে এ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথম অংশের কাজের পাশাপাশি দ্বিতীয় অংশের কাজ বাধাহীনভাবে এগিয়ে চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App