×

জাতীয়

রবিবার যে ৬ জায়গায় চালু হচ্ছে ফাইভ জি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১১:০৭ পিএম

রবিবার যে ৬ জায়গায় চালু হচ্ছে ফাইভ জি

ফাইভ জি

দেশে পরীক্ষামূলকভাবে আগামীকাল রবিবার ফাইভ জি চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক। প্রাথমিকভাবে ছয়টি স্থানে ফাইভ জির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। বাণিজ্যিকভাবে গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ২০০টি স্থানে এই সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে তা বিস্তৃত করা হবে। যে ছয় স্থানে ফাইভ জি পরীক্ষামূলক চালু হচ্ছে রবিবার, সেগুলো হলো- ঢাকার বাইরে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়া, ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমণ্ডি ৩২, বাংলাদেশ সচিবালয়, সংসদ ভবন এলাকা এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।পরীক্ষামূলকভাবে ফাইভ জি নেটওয়ার্ক চালু করা উপলক্ষে পিআইডি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মোস্তাফা জব্বার জানান, পরবর্তী সময়ে টেলিটক ঢাকা শহরের ২০০টি গুরুত্বপূর্ণ এলাকায় এই ফাইভ জি সেবা চালু করবে। আগামী বছর মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এটি চালু করবে। ২০২২ সালের পর টেলিটক ও বিটিসিএল’র মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বিশেষ করে স্পেশাল ইকোনোমিক জোনগুলোতে এই সেবা চালু করার প্রস্তুতির কাজ চলছে বলেও জানান মন্ত্রী। সংবাদ সম্মেলন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App