×

সারাদেশ

দেশ আজ ভিক্ষুকের জাতি নয়: কৃষিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৮:৫০ পিএম

দেশ আজ ভিক্ষুকের জাতি নয়: কৃষিমন্ত্রী

শনিবার ৫০তম টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী। ছবি: ভোরের কাগজ

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ‘দেশ আজ ভিক্ষুকের জাতি নয়, থলে নয়। দেশ এখন সফল হচ্ছে, উন্নয়নের গতিধারা অব্যাহত আছে।’ তিনি আরও বলেন, ‘দেশের কৃষক-চাষার ছেলেরাই সেইদিন মুক্তিযুদ্ধে গিয়েছিল, কিছু পাওয়ার জন্য নয়। দেশটাকে স্বাধীন করার জন্য।’

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ৫০তম টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত ‘বিজয় ’৭১ সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘১৯৭১-এ রক্ত দিয়ে আমরা যে ভিত্তি স্থাপন করেছিলাম, এটি কেউ ধ্বংস করতে পারবে না। আমাদের লক্ষ্য, দেশপ্রেম, চেতনা এবং আমাদের স্বপ্ন, এই রক্তের উপর অর্জিত।’

উপজেলা প্রশাসনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, সাবেক সচিব হুমায়ুন খালিদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ, স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব ও ‘বিজয় ’৭১ সমাবেশ’ এর সদস্য সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, ইউএনও চিত্রা শিকারী, উপজেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত শিকদার, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১০ মার্চ এই স্থানে মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান ‘বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম’ এর নেতৃত্বে ছয়টি কোম্পানির অধীনে ছয় শতাধিক যুবক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিজ নিজ ধর্মগ্রন্থ (কোরআন, বাইবেল, গীতা) ছুঁয়ে শপথ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App