গণতন্ত্রিক নিয়ে চীনের অবস্থানে ক্ষুব্ধ-বিস্মিত বিএনপি

আগের সংবাদ

মার্কিন গণতন্ত্র সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেছে চীন

পরের সংবাদ

দি ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১ , ১০:০৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১১, ২০২১ , ১০:১৪ অপরাহ্ণ

বিভিন্ন ক্ষেত্রে নারীদের জন্য প্রেরণাদায়ক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দি ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড- ২০২১’ পেলেন ১০ জন নারী। শনিবার (১১ ডিসেম্বর) ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে তাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি বলেন, নারীদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যারা সম্মানীত হলেন তারা প্রত্যেকেই এক একটা নক্ষত্রের মতোই।

সম্মাননা পাওয়া নারীদের মধ্যে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম, ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক শরীফা বুলবুল, মাছরাঙা টেলিভিশনের কাওসার সোহেলী, প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক আশরাফুন নাহার মিষ্টি প্রমুখ।

শনিবার ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে তাদের সম্মাননা জানানো হয়। ছবি: ভোরের কাগজ

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নারীদের কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল করতে সরকার বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। বিশেষ করে নারীদের সৃষ্টিশীল উদ্যোগের সফল বাস্তবায়নে সহায়তা দিতে সরকার নামমাত্র সুদে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের এডভাইজার মানবাধিকার কর্মী শিপা হাফিজা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর, অভিনয়শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও ফিল্ম ফর পিস- এর পরিচালক রোকেয়া প্রাচী, ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার রব স্টোলম্যান, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক জোবায়ের আলী এবং ফিল্ম ফর পিস-এর নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী।

রি-এসবি/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়