×

জাতীয়

গুজব ছড়ানোর অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৩:৪৬ পিএম

গুজব ছড়ানোর অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়ক আন্দোলনসহ ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-আবদুল্লাহ আল মাহমুদ, ওয়ায়েজ কুরুনী, তাওহীদুল ইসলাম, গাজী সাখাওয়াত ও হাবিবুর রহমান। তাঁদের বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে। তাঁদের কাছ থেকে ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ও বিভিন্ন দেশবিরোধী, নাশকতা ও উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এক বছর ধরে স্বামীবাগ এলাকায় অবস্থান করছিলেন। তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন। বিভিন্ন ইস্যুতে অপপ্রচার করতেন তাঁরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App