×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে শুক্রবার থেকে মাস্ক বাধ্যতামূলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:৪৫ পিএম

যুক্তরাজ্যে শুক্রবার থেকে মাস্ক বাধ্যতামূলক

প্রতীকি ছবি

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের হার বাড়ায় আগামীকাল শুক্রবার থেকে মাস্ক ব্যবহারের নীতি আরও কঠোর হচ্ছে। ইনডোর লোকশনে অবশ্যই মাস্ক পরতে হবে।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে ১০ নং ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, আগামী সোমবার (১৩ ডিসেম্বর) প্ল্যান বি কার্যকর হবে। খবর বিবিসির।

বরিস জনসন আরও বলেন, আগামী সোমবার থেকে ঘরে বসে কাজ করতে হবে। একই সঙ্গে নাইট ক্লাবসহ বড় অনুষ্ঠানগুলোতে প্রবেশের ক্ষেত্রে বুধবার থেকে ইংল্যান্ড এনএইচএস কোভিড পাস দেখাতে হবে।

ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সরকার প্ল্যান বি করতে বাধ্য হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

ভাইরাসের বিস্তার কমাতে জরুরি পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করার জন্য বিজ্ঞানীরা আহ্বান জানানোর পর প্ল্যান বি কার্যকরের ঘোষণা দেয় সরকার।

দেশটির সরকারের উপদেষ্টাদের আশঙ্কা, বিধিনিষেধ আরোপ না করলে ডিসেম্বরের শেষ দিকে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিন এক হাজার হতে পারে। যদিও হাসপাতালে ভর্তির সামগ্রিক মাত্রা এখনও অনিশ্চিত বলে মনে করেন বিজ্ঞানীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App