×

শিক্ষা

কুয়েট শিক্ষকের মৃত্যুর তদন্তের দাবি জবি শিক্ষক সমিতির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:১৯ পিএম

কুয়েট শিক্ষকের মৃত্যুর তদন্তের দাবি জবি শিক্ষক সমিতির

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সেলিম হোসেন। ছবি ; ভোরের কাগজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমানের যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানায়।

বিবৃতিতে তারা বলেন, গত ৩০ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। তার এ অস্বাভাবিক মৃত্যুর পেছনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করছি। এছাড়া, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় মরহুম সেলিম হোসেনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App