×

জাতীয়

স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৫:১৬ পিএম

সারাদেশের সব সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

এর আগে গত ২৫ নভেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার (৮ ডিসেম্বর) আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।  প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে।

এর আগে, গত ২৫ নভেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা আজ বুধবার (৮ ডিসেম্বর) শেষ হওয়ার কথা ছিল। পরে সেটা সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

এবারও অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। টেলিটকের মাধ্যমে আবেদন ফি ১১০ টাকা পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App