×

শিক্ষা

শাবিতে ভর্তিযুদ্ধ শুরু ৪ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫২ পিএম

শাবিতে ভর্তিযুদ্ধ শুরু ৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম শুরু করবে আগামী ৪ জানুয়ারি। এ দিনে মেধা তালিকায় প্রকাশিত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। বুধবার (৮ ডিসেম্বর) এ খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মুশতাক আহমেদ।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী পাস করেছেন তাদের মধ্য থেকে শাবিপ্রবির এ-১ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, এ-২ ইউনিটে ৫৩৬ জন এবং বি ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ অনুযায়ী ১৫৮৭ আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৩০ হাজার ২৩৭। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৯ শিক্ষার্থী। যা থেকে আগামী ৪ জানুয়ারির মধ্যে প্রথম মেধা তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে ৪ জানুয়ারি বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তি হতে পারবেন মনোনীত শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App