×

পুরনো খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শাহ আজম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০৭ এএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শাহ আজম

অধ্যাপক ড. মো. শাহ আজম শন্তুনু

সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহ আজম শন্তুনু। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ চার বছরের জন্য এ নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনও সময় এই নিয়োগ বাতিল হবে।

তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App