×

শিক্ষা

আমরা চাই না বুয়েটে ছাত্র রাজনীতি চালু হোক: ভিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০১:৫৬ পিএম

আমরা চাই না বুয়েটে ছাত্র রাজনীতি চালু হোক: ভিসি

বুয়েটের ভিসি সত্য প্রসাদ মজুমদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেওয়া হয়েছে। এ রায়ের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেছেন, আমরা চাই না বুয়েটে আবারও ছাত্র রাজনীতি চালু হোক। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে আদালতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া চানতে চাইলে এ মন্তব্য করেন তিনি। এ সময় বুয়েট ভিসি আরও বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি থাকতেই হবে এমন কোনো বিষয় নেই। ছাত্র রাজনীতি থাকলে নৈরাজ্য হয় তাই রাজনৈতিক সংগঠন এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার পর বুয়েটে সাধারণ ছাত্রদের বিক্ষোভের মুখে প্রতিষ্ঠানটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App