×

খেলা

শুরুতেই বাবর-আজহারকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১১:৪৫ এএম

শুরুতেই বাবর-আজহারকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান

চতুর্থ দিন বাবর আজমকে সাজঘরে ফিরিয়ে টাইগারদের উল্লাস। ছবি : ভোরের কাগজ

ঢাকা টেস্টে চতুর্থ দিন মঙ্গলবার (৭ ডিসেম্বর) বল হাতে শুরুটা ভালোই করেছে মুমিনুল বাহিনী। তাদের বোলিং তোপের সামনে বাবার আজম ও আজাহার আলিকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। এদিন বাবর আজমকে এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন খালেদ আহমেদ। বাবর ১২৬ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরেন।

এদিকে, এর আগে ২০১৮ সালে অভিষেক হওয়ার পর জাতীয় দলে অনিয়মিত পেসার খালেদ নিজের তৃতীয় টেস্টে এসে প্রথম উইকেটের দেখা পান। সেটাও টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম ব্যাটসম্যানকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট রাঙালেন খালেদ।

এর আগে চতুর্থ দিনের শুরুতেই আজহার আলীকে সাজঘরে পাঠিয়েছেন পেসার এবাদত হোসেন। এবাদতের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হয়নি। লিটন দাসের সহজ ক্যাচে ৫৬ রানে আউট হন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আজহারের আউটে ভেঙে যায় ১২৩ রানের জুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App