×

আন্তর্জাতিক

বিশ্বে ৫ ভাগ হলেও ভারতে নারী পাইলট ১৫ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০১:৪২ পিএম

বিশ্বে ৫ ভাগ হলেও ভারতে নারী পাইলট ১৫ শতাংশ

প্রতীকি ছবি

যেখানে বিশ্বে মাত্র পাঁচ শতাংশ নারী পাইলট আছেন, সেখানে ভারতে নাকি প্রতি ১০০ জনে ১৫ জন আছেন। সম্প্রতি এমন দাবিই করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

সোমবার (৬ ডিসেম্বর) রাজ্যসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জেনারেল ভি কে সিং  বলেন, ইন্টারন্যাশনাল সোসাইটি অব উইমেন এয়ারলাইন পাইলটসের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট পাইলটের প্রায় পাঁচ শতাংশ নারী। অন্যদিকে ভারতে নারী পাইলটের উল্লেখযোগ্য হার ১৫ শতাংশের বেশি। খবর হিন্দুস্তান টাইমসের।

বেসমারিক বিমান পরিবহনের ই-গভর্নেন্সের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ১৭ হাজার ৭২৬ জন নথিভুক্ত পাইলট আছেন। এরমধ্যে নারী পাইলটের সংখ্যা দুই হাজার ৭৬৪।

কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জানান, বেসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App