×

অর্থনীতি

পোশাক শিল্পের উন্নয়ণে আইএমএফকে সহযোগিতার অনুরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৭:৪০ পিএম

পোশাক শিল্পের উন্নয়ণে আইএমএফকে সহযোগিতার অনুরোধ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পোশাক শিল্পের প্রবৃদ্ধি ও উন্নয়নে সহযোগিতা দিতে আইএমএফ’কে অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বাংলাদেশে সফররত আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে সোমবার আইএমএফ মিশন চিফ ফর বাংলাদেশ, রাহুল আনন্দ এর নেতৃত্বে ঢাকার একটি হোটেলে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান ফারুক হাসান।

এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে আইএফএফ এর আবাসিক প্রতিনিধি জায়েন্দু ডি, বিকেএমইএ এর সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ এবং সহ-সভাপতি ফজলে শামীম এহসান উপস্থিত ছিলেন।

পোশাক শিল্পের ভবিষ্যত অগ্রাধিকারগুলো, বিশেষ করে শ্রম-নিবিড় থেকে ভ্যালু এডেড শিল্পে রুপান্তর, বৈচিত্র্যকরণ, প্রযুক্তির আপগ্রেডেশন, শিল্পকে টেকসই করতে কর্মীদের দক্ষতার ঘাটতি পূরণ ও দক্ষতার উন্নয়ন প্রভৃতি বিষয়গুলোতে শিল্পের ক্রমবর্ধমান মনোনিবেশ নিয়ে আলোচনা করেন ফারুক হাসান।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং সুযোগ কাজে লাগাতে কৌশল নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের সম্ভাব্য প্রভাব এবং প্রভাব মোকাবেলার প্রস্তুতি নিয়েও আলোচনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App