×

জাতীয়

মুরাদ-মাহির ফোনালাপ: নায়ক ইমনকে নেয়া হয়েছে র‌্যাব সদর দপ্তরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৬:৪৬ পিএম

ভাইরাল অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চিত্রনায়ক ইমনকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) তাকে সেখানে নেওয়া হয়। এর আগে সোমবার রাতে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল।

ভাইরাল হওযা অডিও ক্লিপে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, নায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমনের কথোপকথন আছে।

অডিও ক্লিপে নায়িকা মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর অশ্লীল কথাবার্তা শোনা যায়। এক পর্যায়ে প্রতিমন্ত্রী নায়িকাকে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে তুলে এনে ধর্ষণের হুমকিও দেন। এদিকে মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুর আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তাকে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশের পরই মঙ্গলবার পদত্যাগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App