১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক ও একটি ৭৫/২৪ এমএম মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে দিচ্ছে ভারত সরকার। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপহারগুলো বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তীতে ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর ও মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে।
বেনাপোল স্থলবন্দরে উপহার গ্রহণে সার্বিক সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করে চিঠি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এ তথ্য জানান বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।
এর আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে মুক্তিযুদ্ধ শেষে ভারতে নিয়ে যাওয়া ছয়টি কামান (মুজিব ব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।