×

সারাদেশ

সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় গোলাপগঞ্জ পৌর মেয়র সাসপেন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১১:৪০ পিএম

সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় গোলাপগঞ্জ পৌর মেয়র সাসপেন্ড

গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়রকে সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর বক্তব্য দেওয়ায় দায়ে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার (৬ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া আমিনুল ইসলাম রাবেল ছুটি নিয়ে বিদেশে গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর হানিকর বক্তব্য দেন। এ ধরনের হানিকর বক্তব্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর (খ) ও (ঘ) এর অপরাধে মেয়রের পদ হতে অপসারণযোগ্য অপরাধ।

মেয়র আমিনুল ইসলাম রাবেল বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর বক্তব্য দেওয়ায় অপরাধমূলক কাজ করেছেন যা পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। এ জন্য আমিনুল ইসলাম রাবেলকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App