×

পুরনো খবর

রামপুরায় বাসে অগ্নিসংযোগে আসামি শহীদ কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৩৩ পিএম

রাজধানীর রামপুরায় শিক্ষার্থী মৃত্যুকে কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রামপুরা থানার মামলায় আসামি শহীদকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।

এরআগে এদিন দুই দিনের রিমান্ড শেষে শহীদকে আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিচারক আবেদনটি মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহণের বাসের চাপায় মাঈনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস। এ ঘটনায় গত ৩০ নভেম্বর বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৮০০ জনকে আসামি করে দুইটি মামলা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App