×

খেলা

আন্তর্জাতিক বডিবিল্ডিংয়ে অভিষিক্ত বাংলাদেশের মাকসুদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১০:০৮ এএম

আন্তর্জাতিক বডিবিল্ডিংয়ে অভিষিক্ত বাংলাদেশের মাকসুদা

বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার। ছবি : সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে জায়গা করে নিলেন বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার। এর আগে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তিনি হয়েছেন চ্যাম্পিয়ন।

ভারতের বোম্বে এক্সিবিশন সেন্টার হলে শুরুতে বাছাইপর্বে সেরা আটে জায়গা করে নেন মাকসুদা। এরপর ফাইনালে তৃতীয় রানার্সআপ হন। জানা গেছে, এতেই তিনি সন্তুষ্ট। তিনি বলেন, যারা আমাকে এতদূর আসতে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন,তাদের এসব অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। দুটো জাতীয় প্রতিযোগিতা ও বাংলাদেশ গেমসে অংশ নিই। এরপর এলাম অলিম্পিয়া অ্যামেচার প্রতিযোগিতায়। এখানে এসে পদক জিততে পেরে খুব ভালো লাগছে।

বিদেশ থেকে এবারই প্রথম সাফল্য পেলেন মাকসুদা। অথচ বহু আগেই তিনি বডিবিল্ডিংয়ে নাম লিখিয়েছেন। ২০১৭ সালে ভারতে উচ্চতর পড়াশুনা করতে গিয়ে এক ফাঁকে জিমও শুরু করেন। এরপর করেছেন শরীর চর্চার ওপর পড়াশুনা। তারই চার বছরের মাথায় পেলেন আন্তর্জাতিক সাফল্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App