টিকটকার সানোয়ার দুইদিনের রিমান্ডে

আগের সংবাদ

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জ্যাকুলিনের

পরের সংবাদ

সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় গোলাপগঞ্জ পৌর মেয়র সাসপেন্ড

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১ , ১১:৪০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৬, ২০২১ , ১১:৪০ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়রকে সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর বক্তব্য দেওয়ায় দায়ে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার (৬ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া আমিনুল ইসলাম রাবেল ছুটি নিয়ে বিদেশে গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর হানিকর বক্তব্য দেন। এ ধরনের হানিকর বক্তব্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর (খ) ও (ঘ) এর অপরাধে মেয়রের পদ হতে অপসারণযোগ্য অপরাধ।

মেয়র আমিনুল ইসলাম রাবেল বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর বক্তব্য দেওয়ায় অপরাধমূলক কাজ করেছেন যা পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। এ জন্য আমিনুল ইসলাম রাবেলকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়