×

খেলা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় লিভারপুলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১১:০০ এএম

শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় লিভারপুলের

শেষ মুহূর্তের নাটকীয় গোলের পর ওরিগির সঙ্গে সালাহ ও ট্রেন্টের সেলিব্রেশন

ওয়েস্ট হ্যাম দুবার ম্যাচে পিছিয়ে পড়েও চেলসিকে হারানোর পরপরই সুযোগের পূর্ণ ব্যবহার করে শেষ মুহূর্তের গোলে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চেলসিকে পিছনে ফেলে দিল লিভারপুল।পাশাপাশি চলতি মৌসুমের প্রথম জয় তুলে নিল নিউক্যাসেল ইউনাইটেডও।

মলিনিওতে গোটা ম্যাচ জুড়ে অসংখ্য সুযোগ নষ্ট করার ফলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে পয়েন্ট হারানোর আশঙ্কায় ছিল লিভারপুল। তবে বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দুই দলের ব্যবধান গড়ে দিলেন সেই ডিভক ওরিগি। প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ১-০ গোলে জিতল লিভারপুল। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লিভারপুলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ওরিগি।

প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে নেয়া লিভারপুল ফুটবলারদের চার শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। এই সময়ে বড় সুযোগটা পেয়েছিলেন লিভারপুলের দিয়োগো জোটা। কিন্তু বিপক্ষের দূরের পোস্টে হেড লক্ষ্যে রাখতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। তবে সবচেয়ে বড় সুযোগটা পান মোহাম্মদ সালাহ। ফাঁকা গোলে অ্যান্ড্রু রবার্টসনের বলে কার্যত ট্যাপ ইন করলেই এগিয়ে যেত রেডসরা। কিন্তু রোমান সাইসের একবারে নিখুঁত ট্যাকেলে তা করতে ব্যর্থ হন লিভারপুলের তারকা ফরোয়ার্ড।

৬০তম মিনিটে তাঁর জন্মদিনে উপহারস্বরূপ উলভস গোলরক্ষক জোসে সার ভুলে জোটা গোল করার এক দারুণ সুযোগ পেয়ে যান। বলের নিয়ন্ত্রণ নিতে পোস্টে ছেড়ে বেরিয়ে আসেন স্বাগতিক গোলরক্ষক। সেই অবস্থায় বল পেয়ে ফাঁকা পোস্টের দিকে এগিয়ে যান জোটা। তবে গোললাইনে দাঁড়িয়ে যাওয়া দুই ডিফেন্ডারের মধ্যে লিভারপুলেরই প্রাক্তনী কর্নার কোডির গায়ে বল মেরে বসেন তিনি। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে দলকে জেতানোর সুযোগ আসে সাদিও মানের সামনে। ও সেনেগালের এই ফরোয়ার্ড বাইরে বল মেরে বসেন।

তবে পাঁচ মিনিট ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে সাবস্টিটিউট হিসেবে নেমে লিভারপুল হয়ে ১১ নম্বর বার গোল করে ওরিগি মার্সিসাইডারদের মূল্যবান তিন পয়েন্ট এনে দেন। ভ্যান ডাইকের ডায়াগনাল থেকে বলে পেয়ে ডান দিক দিয়ে ভেতরে ঢুকে সালাহ পাস বাড়ান, বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে জড়িয়ে দেন দ্বিতীয়ার্ধে জর্ডন হেন্ডারসনের পরিবর্তে নামা ওরিগি। এই জয়ের ফলে ১৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট হল ৩৪। তারা বর্তমানে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে।

এদিকে চলতি প্রিমিয়ার লিগে আরেক রেলিগেশন যুদ্ধে থাকা দল বার্নলের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেল নিউক্যাসেল ইউনাইটেড। এডি হাওয়ের দল স্ট্রাইকার ক্যালাম ইউলসনের প্রথমার্ধের গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জেতে। প্রথম জয়ের সুবাদে ম্যাগপাইজরা লিগ তালিকার শেষ স্থান থেকে এক ধাপ ওপর উঠে এসেছে। তাদের ঠিক আগে ১৮ নম্বরে থাকা বার্নলের সঙ্গে সমানসংখ্যক ১০ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানের জেরে ১৯ নম্বরে রয়েছে নিউক্যাসেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App