×

জাতীয়

পলাতক যুদ্ধাপরাধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: শাহরিয়ার কবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৮:৫৩ এএম

পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত যুদ্ধপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

তিনি বলেন, বেশ কয়েকজন আলোচিত যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা বেশির ভাগই এখন বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনতে সরকার একটি তদারকি সেল গঠন করেছে। এর আগে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনতেও একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন হয়েছিল। এই টাস্কফোর্স যেমন অকার্যকর ভূমিকা পালন করছে, তেমনি পলাতক দণ্ডিত রাজাকারদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তদারকি সেলও অকার্যকর ভূমিকা পালন করছে। এই কমিটি শুধু কাগজ-কলমে, তাদের কোনো কার্যক্রম লক্ষ্য করা যায় না। তাই বলা যায়, পলাতক যুদ্ধাপরাধীরা নিরাপদেই আছে। আর এসব আসামি গ্রেপ্তার না হওয়ায় ইতিমধ্যে দেশে-বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App