×

খেলা

জাওয়াদের কারণে বৃষ্টি, খেলা মাঠে গড়াতে বিলম্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১০:০৭ এএম

জাওয়াদের কারণে বৃষ্টি, খেলা মাঠে গড়াতে বিলম্ব

বৃষ্টির কারণে মাঠকর্মীরা দ্রুতই কভার দিয়ে মাঠ ঢেকে ফেলেন

জাওয়াদের কারণে বৃষ্টি, খেলা মাঠে গড়াতে বিলম্ব

ঢাকা টেস্টে দ্বিতীয় দিন রবিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ- পাকিস্তান ব্যাটে-বলে কেমন লড়াই করে তা দেখতে মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। তাছাড়া এদিন ম্যাচ শুরুর আগেই বৃষ্টির পূর্বাভাস পেয়েছন ভক্তরা।

ফলে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুদলের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। মাঠে আম্পায়াররা আনাগোনা করছেন। মিরপুরে মাঠ কর্মীরাও বেশ ব্যস্ত। এদিন সকাল থেকে আকাশও ছিল কুয়াশায় ডাকা। এরপর দিনের আলো থাকলেও ছিল না সূর্যের দেখা। হালকা বৃষ্টি হচ্ছ। এ কারণে মাঠকর্মীরা কভার দিয়ে মাঠ ঢেকে রেখেছেন। বৃষ্টি শেষ হলেই খেলা শুরু হবে। তবে ম্যাচের বিষয় এখনো স্পষ্ট করে কিছু বলেননি আম্পায়াররা।

এছাড়া আবহওয়া অফিসের তথ্য মতে আগামী কয়েক দিন সারাদেশে হালকা বৃষ্টিপাতের সম্ভবনা আছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এমন বৃষ্টি হচ্ছে।

এদিকে হোম অব ক্রিকেট মিরপুরে শনিবার (৪ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্ট এদিন টস হেরে ফিল্ডিং করতে নেমে এবাদতের দুর্দান্ত বোলিংয়ে ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সুযোগ পেলেও উইকেট শিকার করতে ব্যর্থ হয় টাইগার বোলাররা। তবে সাকিব-তাইজুল মিলে চাপ তৈরি করতে থাকেন সফরকারী ব্যাটসম্যানদের ওপর। এমনকি বল হাতে ভেল্কি দেখান তাইজুল। তিনি পাকিস্তানের দুদান্ত ওপেনার আবিদ আলীকে বোল্ড করে সাজঘরে পাঠান। ৩৯ রান করে আউট হন পাকিস্তানের এ ওপেনার।

এরপর তাইজুলের ঘূর্ণিতে আউট হন শফিক। তিনি ৫০ বলে ২৫ রান করে আউট হন। দুই উইকেট হারিয়ে চাপে পড়েনি পাকিস্তান। প্রথম দিনটা উইকেট কামড়ে পড়ে ছিল বাবর আজম ও আজহার আলী। শনিবার দুপুরে বৃষ্টি হলে কিছুক্ষন খেলা বন্ধ ছিল। এরপর ফের খেলা শুরু হয়। কিন্তু আলো স্বল্পতায় ম্যাচ স্থগিত করা হয়। প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫৭ ওভারে ১৬১ রান। উইকেটে অপরাজিত আছেন বাবর আজম ৬০ ও আজহার আলীর ৩৬ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App