×

খেলা

রোনালদো নয়, আমার লক্ষ্য নিজের উন্নতি: মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১০:১২ পিএম

সদ্যই রেকর্ড সপ্তমবারের মতো বর্ষসেরা ফুটবলার হওয়া মেসির চেয়ে পুরষ্কারটি দুইবার কম জিতেছেন রোনালদো। অন্যদিকে, চলতি বছরই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি অফিসিয়ালি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ তারকা। দুজনের মাঝে দ্বৈরথ নিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেছেন, রেকর্ড ভাঙা-গড়ার খেলায় দুজনের মধ্যে প্রতিযোগিতা নিয়ে ভাবেন না আর্জেন্টাইন তারকা মেসি। মেসি বলেন, অন্যরা কে কী করছে সেটা নিয়ে না ভেবে আমার মূল লক্ষ্য কেবলই নিজের উন্নতি করা। এক যুগেরও বেশি সময় ধরে অর্জনের তালিকায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে রোনালদো যোগ দেওয়ার পর থেকেই মূলত জমে ওঠে তার সঙ্গে মেসির দ্বৈরথ। গোলসংখ্যা, বর্ষসেরার খেতাব বা দলগত অর্জন, সব জায়গাতেই এই দুজনের প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রায় সমানে সমান। একজন একটা রেকর্ড গড়েন তো আরেকজন সেটা ভেঙে দেন। সময়ের পরিক্রমায় দুজনই লা লিগা ছেড়েছেন। ২০১৮ সালে রিয়াল ছাড়ার পর ইউভেন্তুস ঘুরে রোনালদো এখন আছেন ম্যানচেষ্টার ইউনাইটেডে। অন্যদিকে, গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেন মেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App