×

খেলা

ব্যাট হাতে আবারও ইডেন মাতিয়ে দিলেন সৌরভ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১০:১১ এএম

ব্যাট হাতে আবারও ইডেন মাতিয়ে দিলেন সৌরভ!

বল করছেন সৌরভ

ব্যাট হাতে আবারও ইডেন মাতিয়ে দিলেন সৌরভ!

সৌরভ গাঙ্গুলি

সেই পরিচিত কাট। সেই পরিচিত কভার ড্রাইভ। সেই চেনা মেজাজে এগিয়ে এসে মাঠের বাইরে বল উড়িয়ে দেওয়া। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় যেন পুরনো দিন মনে করিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতি একাদশ বনাম বোর্ড সচিব একাদশ ম্যাচে ফের ব্যাট হাতে দেখা গেল সৌরভকে। তবে দল হেরে গেল এক রানে।

টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বোর্ড সচিব দলের অধিনায়ক জয় শাহ। নির্ধারিত ১৫ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ১২৮ তোলে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল ৩৫ এবং জয়দেব শাহ ৪০ রান তোলেন। জয় শাহ অপরাজিত থাকেন ১০ রানে। জবাবে শুরুটা ভালই করেছিল সভাপতি একাদশ। প্রথম উইকেটেই উঠে যায় ৫০ রান। সিএবি সভাপতি ১৫ রান এবং বিজয় পাটিল ২১ রান করেন। কিন্তু দুজনেই রান আউট হয়ে যাওয়ায় আকস্মিক চাপে পড়ে যায় সভাপতি একাদশ। খবর আনন্দবাজার পত্রিকার।

[caption id="attachment_322096" align="aligncenter" width="700"] বল করছেন সৌরভ[/caption]

এরপরই দেবজিৎ সইকিয়া এবং সৌরভ জুটি বাঁধেন। অফ ড্রাইভ, কাট এবং ছক্কার সাহায্যে ৩৫ রান করেন সৌরভ। দেবজিৎ ১৫ রানে আউট হন। বল হাতে দুর্দান্ত খেললেন জয় শাহ। তিন উইকেট নিয়ে সভাপতি একাদশের মিডল অর্ডার কার্যত একার হাতে ধসিয়ে দেন। ৩৫ রানে যখন সৌরভ অবসৃত আউট হন, তখনও জয়ের জন্য ২ ওভারে ১৪ রান বাকি। কিন্তু সঞ্জয় বর্মা (অপরাজিত ৮) এবং রিয়াজ রজাক (অপরাজিত ৫) মাত্র ১২ রান তোলেন। ১২৭ রানে থামে সভাপতি একাদশের ইনিংস।

শনিবার শহরে রয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে থাকবেন প্রত্যেকে। দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ সেখানেই নির্ধারিত হয়ে যাওয়ার কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App