×

জাতীয়

কাদের নিজেকে দেশের সর্বশ্রেষ্ঠ সার্জন মনে করেন: রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৬:৩০ পিএম

কাদের নিজেকে দেশের সর্বশ্রেষ্ঠ সার্জন মনে করেন: রিজভী

শ‌নিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রুহুল কবির রিজভী। ছবি: ভোরের কাগজ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে ক্ষমতাসীন দলের নেতা এবং সরকারের মন্ত্রীরা তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শ‌নিবার (৪ ডি‌সেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর উ‌দ্যো‌গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এক মানববন্ধনে তি‌নি এ কথা ব‌লেন।

রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ চিকিৎসা নিয়ে ক্ষমতাসীন দলের নেতা এবং সরকারের মন্ত্রীরা তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য শুনলে মনে হয়, তারা প্রধানমন্ত্রীকে মনে করেন সবচেয়ে বড় মেডিসিনের ডাক্তার, ওবায়দুল কাদের তিনি নিজেকে মনে করেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সার্জন আর হাছান মাহমুদ নিজেকে গ্যাস্ট্রোলজির বিখ্যাত অধ্যাপক মনে করেন। রিজভী বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি এতই ভাল হয় তাহলে চার্টার বিমানে করে ওবায়দুল কাদেরকে কেন বিদেশ নেয়া হয়েছিল?

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী সম্রাটের মতো, সুলতানের মত দেশ চালাচ্ছেন। আর তার মন্ত্রীরা আমিরের চ‌লেন। তিনি প্রধানমন্ত্রী যা বলেন তার আমির ওমরারা একই বুলি আওড়াতে থাকে। তি‌নি যা ব‌লেন তার মন্ত্রীরা আরও বা‌ড়ি‌য়ে ব‌লেন।

‌তিনি ব‌লেন, পা‌কিস্থানসহ অনেত দেশ‌কেই আমেরিকার গণতন্ত্র সম্মেলনে ডে‌কে‌ছে কিন্তু বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি।

রিজভী ব‌লেন, আজকে বেগম খালেদা জিয়ার থেমে থেমে রক্তক্ষরণ হচ্ছে। আর তারা বলছে দেশের ভেতরে চিকিৎসা সম্ভব। তাহলে ওবায়দুল কাদেরের চিকিৎসা কেনো সিঙ্গাপুরে হলো? কেনো বিমান চার্টার্ড করা হলো? এই ধরনের দ্বিচারিতার জন্য আপনাকে একদিন জবাব দিতে হবে।

আইন মন্ত্রী‌কে উ‌দ্দেশ‌্য ক‌রে তি‌নি ব‌লেন, এদেশে বিচার বিভাগ কোথায় স্বাধীন? তারেক রহমানকে একজন বিচারক খালাস দেয়ার কারণে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে? তিনি তো বিচার বিশ্লেষণ করে নিরপেক্ষ রায় দিয়েছিলেন। আজকে সাবেক প্রধান বিচারপতিকে পিস্তল ঠে‌কি‌য়ে কেনো দেশ ছাড়া করলেন? এটা কোন আইন? কোন প্রক্রিয়ার কথা বলছেন? দেশের কোনো আইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য বাধা নেই। এই আইনের বাধা একজনই সেটা হলো শেখ হাসিনা। আজকে তি‌নি নি‌জে‌কে দে‌শের আইন ম‌নে ক‌রেন। তিনি যা বলছেন তাই আইন। তি‌নি চাইলে যে যত বড় হোক না কেনো তাকে শাস্তি পেতে হবে।

রিজভী বলেন, আইনমন্ত্রী তার চাকরি ধরে রাখার জন্যে শেখ হাসিনার মতো মিথ্যাচার করে যাচ্ছেন। খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

প্রকৌশলী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন এ্যাবের সেক্রেটারি প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভুঁইয়া, বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, সেক্রেটারি শহীদুল ইসলাম, প্রকৌশলী আব্দুল হালিম পাটোয়ারী, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী মাহবুব আলম, রিয়াজ উদ্দিন ভুইয়া, প্রকৌশলী আসিফ হোসেন রচি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রকৌশলী মুহিত রুমি, হেলাল উদ্দিন তালুকদার, কামরুল হাসান সাইফুল, শফিউল আলম তালুকদার সবুজ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App