×

জাতীয়

সড়কের দুর্নীতি ও অন্যায়ের বিপক্ষে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০১:২০ পিএম

রাজধানীর রামপুরা ব্রীজে নিরাপদ সড়কের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে তারা।

আগের মতোই এ সময় গাড়ির কাগজ পরীক্ষায় নামে তারা। তখন এক পুলিশ সদস্য আন্দোলনকারী ছাত্রের গায়ে হাত তুলে বলে অভিযোগ বিক্ষোভরত শিক্ষার্থীরদের। যদিও পুলিশ তাদের অভিযোগ অস্বীকার করে। পরে দুপুর ১২টার দিকে আগামী কাল সড়কের দুর্নীতি ও অন্যায়ে বিপক্ষে লাল কার্ড প্রদর্শনীসহ ব্যাংগাত্তক কার্টুন প্রদর্শনী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা।

এর আগে, বিক্ষোভকারীদের পক্ষে খিলগাঁও মডেল ইউনিভার্সিটির উচ্চ মাধ্যমিকের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, নিরাপদ সড়কের দাবীতে আমারা আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছি।

এরই ধারাবাহিকতায় কাল আমরা সড়কের দুর্নীতি ও অন্যায়্যে বিপক্ষে লাল কার্ড প্রদর্শনীসহ ব্যাংগাত্তক কার্টুন প্রদর্শনী কর্মসূচি পালন করবো। এ সময় এক ছাত্রের গায়ে হাত তোলার অভিযোগও তুলে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App