×

জাতীয়

রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: সুপারভাইজার-হেলপারের দোষ স্বীকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫২ পিএম

রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: সুপারভাইজার-হেলপারের দোষ স্বীকার

রামপুরায় অনাবিল বাসের চাপাই শিক্ষার্থীর মৃত্যু। ফাইল ছবি

রাজধানীর রামপুরায় বাসের চাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের মাইনুদ্দিন ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অনাবিল সুপার পরিবহনের সুপারভাইজার গোলাম রাব্বী ও হেলপার চাঁন মিয়া আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) সড়ক পরিবহন আইনের মামলায় তাদেরকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

গত ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রামপুরায় অনাবিল সুপার পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে সেই বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। এরপর ১ ডিসেম্বর এ দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে তোলার পর তাদের মুক্তির আবদেন করা হয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App