×

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের আন্দোলন (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১২:০৭ পিএম

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের আন্দোলন (ভিডিও)

শুক্রবার ছুটির দিনেও রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: ভোরের কাগজ

নিরাপদ সড়কের দাবিতে আজও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৩ ডিসেম্বর) রামপুরা ব্রিজে আন্দোলন করে তারা। পরে দুপুর ১২টায় তারা রাস্তা থেকে সরে যায়।

এসময় তারা আগামীকাল ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধনে কর্মসূচি ঘোষণা করে তারা রাস্তা থেকে সরে যায়।

এসময় তারা স্লোগান দিচ্ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘একাত্তওরর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘বায়ান্নোর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘আমার ভাই কবরে, প্রশাসন কি করে’।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, সবচেয়ে সংগঠিত আন্দোলন করছি আমরা। আন্দোলন থামাতে আমাদের কৌশলে শিক্ষক ভয় দেখাচ্ছে। পুলিশও ভয় দেখাচ্ছে। আবার কখনও কখনও পুলিশও নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আমাদের দাবিগুলো এখনো পূরণ হয়নি।

এর আগে গত সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন শিক্ষার্থী মাঈনুদ্দিন। এ ঘটনার পর আশপাশের উত্তেজিত জনতা ধাওয়া করে বাসটির চালককে ধরে পিটুনি দেন এবং পুলিশে সোপর্দ করেন। এর আগে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হন নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App