×

আন্তর্জাতিক

তালেবানকে ‘ভাই’ ডাকলেন হামিদ কারজাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৭:২৯ পিএম

তালেবানকে ‘ভাই’ ডাকলেন হামিদ কারজাই

হামিদ কারজাই ও তালেবান

আফগানিস্তান ছেড়ে যাওয়া সবাইকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি আমাদের দেশ। আমরা এ মাটির সন্তান। সে কারণে এ মাটি ছেড়ে যাওয়া উচিত হবে না আমাদের। এ সময় তিনি তালেবানকে ‘ভাই’ বলে অভিহিত করেন। বলেন, তালেবানকে আমি ভাই হিসেবে দেখি। অন্য সব আফগানকেও ভাই হিসেবে দেখি।

হামিদ কারজাই বলেন, আমাদের আফগানিস্তানে থাকা উচিত। যাতে করে এ দেশকে আরও উন্নত করা যায়। তাই যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাদের সবাইকে আমি ফেরার আহ্বান জানাচ্ছি। যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলুন। খবর বিবিসির।

২০০১ সালে তালেবান সরকার হঠিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র আগ্রাসন শুরু করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন হামিদ কারজাই। এরপর ২০০৪ সালে তাকে পুরোদস্তুর প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়। ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের আসনে ছিলেন। কাবুল সরকারের পতনের আগে ও পরে তালেবানের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App