×

জাতীয়

১৮ দেশে মৈত্রী দিবস উদযাপন করবে বাংলাদেশ-ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ০৯:২৪ পিএম

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ১৮ টি দেশে ৬ ডিসেম্বর মৈত্রী দিবস উদযাপন করবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত মার্চ মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

বাঙালির নয় মাসের দীর্ঘ সংগ্রামের মধ্যে থেকে নিপীড়ন থেকে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ইতিহাসের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বন্ধুত্বপূর্ণ দেশ দুটি এ দিবস উদযাপন করবে।

বাংলাদেশ ও ভারত ছাড়াও বাকি দেশগুলো হলো- বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App